হালুয়াঘাটে ছেলেধরা সন্দেহে গারো মহিলাকে মারধর, আটক ২

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৬ ২০১৯, ১২:৪১

ইলিয়াস সারোয়ার: ময়মনসিংহের হালুয়াঘাটে ছেলেধরা গুজবে এক উপজাতি (গারো) মহিলাকে মারধর করেছেন গুজবে উৎফুল্ল জনসাধারণ। গতকাল বুধবার সন্ধ্যায় পৌরশহরের হাদিসের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ গিয়ে মহিলাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন। পরবর্তীতে ওই মহিলাকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসা হয় ৷

জানা যায়, আহত মহিলা হালুয়াঘাট উপজেলার মুজাখালী গ্রামের লালন তজু এর স্ত্রী নমিতা পেরেরা। ঘরের বাজার-সদাই করতে এসে আচানক তিনি এমন ঘটনার শিকার হন ৷

আহত নমিতা ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকেলে চাউল কিনার উদ্দেশ্য হালুয়াঘাট বাজারে আসার পথে হাদীসের মোড় নামক স্থানে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এমন সময় এক প্রতিবন্ধী বাচ্চা তার কাছ এলে তার সাথে হেসে কথা বলার কারনে বচ্চার মা তাকে ছেলেধরা বলে মারধর করেন এবং উপস্থিত অনেকেই তাকে মারতে থাকে। পরে স্থানীয়দের কেউ ৯৯৯ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন ৷

এ ঘটনায় চারজনের নামে হালুয়াঘাট থানায় মামলা রুজু হয়েছে। আটককৃত দুইজনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে জানিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, “ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আকনপাড়া গ্রামের শামীম মিয়ার স্ত্রী পারুল আক্তার (২৮) ও মৃত আফাজ উদ্দিনের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে (৪২) আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।”