হালুয়াঘাট-ঢাকা রোডে চালু হলো বিআরটিসি এসি বাস, যাবে ধোবাউড়াও

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ১১ ২০১৯, ১২:১৫

ইলিয়াস সারোয়ার: ধোবাউড়া থেকে হালুয়াঘাট হয়ে ঢাকা যাচ্ছে বিআরটিসি এসি বাস। ধোবাউড়া থেকে প্রতিদিন দুটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একটি সকাল ০৯:০০ আর অপরটি যায় সন্ধ্যা সাতটায়। তাই হালুয়াঘাট থেকে বাস দুটি পেতে হলে সাড়ে নয়টা ও সাড়ে সাতটায় কাউন্টারে থাকতে হবে।

বিআরটিসি সরকারি বাস হলেও সেগুলো কোন কোম্পানী লিজে এনে থাকে। লিজ মালিকের নির্ধারিত ভাড়াই যাত্রীদের কাছ থেকে আদায় করা হয়। তবে এখানকার মালিকপক্ষ খুব বেশি ভাড়া নির্ধারণ করেনি। হালুয়াঘাট-ঢাকার ভাড়া মাত্র ৩০০ টাকা। সাধারণ বাসের ভাড়া যেখানে দুই-আড়াইশো টাকা, সেখানে এসি বাসে মাত্রর ৩০০ টাকায় ঢাকা যেতে পারা লাভজনক‌ই বলা চলে।

এটি স্রেফ হালুয়াঘাট-ময়মনসিংহের সার্ভিসের জন্য না হলেও এই সার্ভিস পাওয়া যাবে। সেক্ষেত্রে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ যেতে বা ময়মনসিংহ থেকে হালুয়াঘাট আসতে ভাড়া গুনতে হবে ১০০ টাকা।

অপরদিকে বাস দুটি ঢাকা থেকে ছেড়ে আসে ভোর ০৬ টা ও রাত ০৯ টায়। হাজারীবাগ থেকে ছেড়ে আসার সময়: ভোর ০৬ ঘটিকা ও রাত ০৯ ঘটিকা। বাসটি মোহাম্মদপুর, মিরপুর-১০, মহাখালী, উত্তরা, গাজীপুর হয়ে আসে।

হালুয়াঘাটের কাউন্টার পুরাতন বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে অবস্থিত। তাদের সাথে যোগাযোগ করতে পারেন ০১৯০৩৮১০০৯৯ নম্বরে। আর ধারা বাজার কাউন্টারের নম্বর: ০১৬৮৯১৮৩৬৯৬। নাগলা কাউন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন ০১৯১৫২০০৩১৪ নম্বরে।

এছাড়াও যে কোন তথ্য জানতে বাস সুপারভাইজার খোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন করতে পারেন ০১৭৪০-৬৫৬৮৫২‌ নম্বরে।

বিআরটিসি বাসে ভ্রমণকারী যাত্রীদের থেকে জানা যায়, তাদের সেবার মান‌ও সন্তোষজনক। স্টাফ ও হেল্পারদের আচরণ‌ও ভালো বলে জানিয়েছেন ভ্রমণকারী যাত্রীগণ।