হালুয়াঘাটে বড়ই কুড়াতে গিয়ে অটোচাপায় ৫ বছরের শিশুর মৃত্যু
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ০১ ২০২২, ২২:৩৬
ময়মনসিংহের হালুয়াঘাটে অটোরিকশা চাপায় ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধুরাইল-গোরকপুর সড়কের, পূর্বপাবিয়াজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হাওয়া (৫)। সে উপজেলার ধুরাইল ইউনিয়নের দক্ষিণ রামনাগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে পূর্ব পাবিয়াজুরি এলাকায় নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে হাওয়া। বিকেলে নানা বাড়ির পাশে রাস্তার সাইডে বড়ই কুড়াচ্ছিল সে। এমন সময় এক ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অটোচালককে আটক করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, অটোরিকশা ও চালক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।