হালুয়াঘাটে পৌর এলাকায় ভ্রাম্যমান ন্যায্যমূল্যের সবজি দোকান চালু
একুশে জার্নাল
এপ্রিল ১২ ২০২০, ১৪:৪৯
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রাখতে হালুয়াঘাট পৌরসভার উদ্যোগ ও সহযোগিতায় ভ্রাম্যমান ও ন্যায্যমূল্যের সবজি বিক্রির হাট চালু করেছে হালুয়াঘাট পৌরসভা।
রবিবার (১২এপ্রিল) সকালে হালুয়াঘাট অস্থায়ী কাচাঁ বাজারে ভ্রাম্যমান ন্যায্যমূল্যের দোকানের উদ্বোধন করা হয়।
এবিষয়ে পৌরমেয়র খায়রুল আলম ভূঞা বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে ভেন চালকদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় কাচাঁবাজার নিয়ে বিভিন্ন ওলিতে গলিতে নিয়ে বিক্রি করবেন।
তিনি আরও বলেন, আজ প্রথম অবস্থায় ভ্রাম্যমান দুটি ভেন আমরা পৌর শহরে চালু করেছি, পর্যায়ক্রমে আমরা আরো ভেন চালু করবো।
জনসাধারণের উদ্যেশে তিনি আরো বলেন, কষ্ট করে যেন আপনাদের কাচাঁবাজারে আসতে না হয় সে জন্য আমার এই ব্যবস্থা গ্রহণ করেছি। ভ্রাম্যমাণ ন্যায্যমূলোর দোকানে আলু, পেঁয়াজ, কাচাঁমরিচ, ঝিঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যাবে।
ভ্রাম্যমান ন্যায্যমূল্যের দোকান উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি শাহাবুদ্দিন ওমর সাকি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ, পুলিশ পরিদর্শক এস আই মনোয়ার হোসেন প্রমুখ।