হালুয়াঘাটে উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই বিতরণ ও ইমামদের সঙ্গে মতবিনিময়

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৮ ২০২০, ১৭:৩১

গতকাল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা পরিষদের অপ্রত্যাশিত খাত থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সেক্টরে পিপিই বিতরণ করা হয়েছে।

জানা যায়, জনাব জুয়েল আরেং, মাননীয় জাতীয় সংসদ সদস্য ১৪৬, ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া ” উদ্যোগে এ পিপিই বিতরণ করা হয়।

এ সময় চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হালুয়াঘাট, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, সহকারী পুলিশ সুপার, হালুয়াঘাট সার্কেল, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, মেয়র, হালুয়াঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, হালুয়াঘাট এবং অফিসার ইনচার্জ,
হালুয়াঘাট থানা কর্তৃক উপস্থিত ছিলেন।


মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময়

হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আজ বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের সঙ্গে
করোনা ভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় করা হয়।

উক্ত মতবিনিময় সভায় সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ময়মনসিংহ, উপজেলা নির্বাহী অফিসার, মোঃ রেজাউল করিম, হালুয়াঘাট, জনাব মোঃ খায়রুল আলম ভূইয়া, মেয়র, হালুয়াঘাট পৌরসভা ও জনাব তানভীর আহমেদ, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট উপস্থিত ছিলেন।