হালাল অ্যাওয়ার্নেস নেটওয়ার্কে’র উদ্যোগে কোরবানির প্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
একুশে জার্নাল
মে ১৭ ২০২৫, ২২:২৭

গতকাল ১৬/০৫/২০২৫ ইংরেজি শুক্রবার হালাল অ্যাওয়ার্নেস নেটওয়ার্ক এর উদ্যেগে লন্ডনের ক্যামডেনে অবস্থিত দারুল কুরআন সেন্টারে কোরবানির প্রস্তুতি বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারের উদ্দেশ্য ছিল মুসলিম কমিউনিটিকে কোরবানির গুরুত্ব, শরঈ নিয়ম-কানুন ও সচেতনতা সম্পর্কে অবহিত করা, যেন তারা আরো সঠিক নিয়মে ও আত্মিকভাবে ঈদুল আজহার গুরুত্বপূর্ণ বিধান কোরবানির আমলটি আদায় করতে পারে।
হালাল অ্যাওয়ার্নেস নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় ১২ই অক্টোবর ২০২০ ইংরেজি, মুসলিম সমাজে হালাল জীবনব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে। এর মাধ্যমে মানুষকে শরীয়াহ সম্মত খাদ্য, লেনদেন ও ইবাদতের বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন হালাল অ্যাওয়ার্নেস নেটওয়ার্কের চেয়ারম্যান মাওঃ আব্দুল আহাদ এবং পরিচালনা করেন ট্রেজারার মাওঃ হোসাইন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়খ মুফতি আব্দুল মুনতাক্বিম। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের সুপরিচিত আলেম ও খতিব মাওঃ শাহ মিজানুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাঃ মাওঃ সালমান আহমদ ও হাঃ আব্দুল হক (ডিরেক্টর, হালাল অ্যাওয়ারনেস নেটওয়ার্ক), মাওঃ দেলোয়ার হোসাইন, মাওঃ মাগফুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আখতার, জনাব মুজিবুর রহমান, সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্ত্যবে মুফতি আব্দুল মুনতাক্বিম সাহেব বলেন, ক্বোরবানি শুধু পশু জবাই নয়, বরং তা একজন মুমিনের ভেতরের তাকওয়া ও আল্লাহর জন্য ত্যাগের বহিঃপ্রকাশ। এই আমলের মাধ্যমে আমরা ইবরাহিম (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর সুন্নাত জীবনে বাস্তবায়ন করি।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ মিজানুল হক বলেন, কমিউনিটিতে শরীয়াহ সম্মতভাবে ক্বোরবানির শিক্ষা ছড়িয়ে দেওয়া জরুরি যেন আমাদের ঈমানী দায়িত্ব সঠিকভাবে আদায় হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।
অনুষ্ঠানটি স্পনসর করেনঃ সুন্নাহ মানি ট্রান্সফার, বেথনাল গ্রিন, লন্ডন।