হাফেজ তারিকুলে ইসলামের সন্ধান দিন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৪ ২০১৯, ১০:৪০

হাবীব আনওয়ার

হাফেজ তারিকুল ইসলাম।পিতা আবু তাহের! ঠিকানা, বন্দরটিলা, নয়ের হাট, চট্টগ্রাম। ছেলেটি গত রবিবার বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে বের হয়েছে।কিন্তু সে মাদরাসায় আসেনি।আবার বাড়িও ফিরে যায়নি।

সম্ভব্য সব জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। তাই কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির দেখা পেলে পরিবারের নিকট পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছে, তার মা অথবা এই নাম্বারে কল করুন ০১৮৪২৩৩৪৪৭৪।

আজ বৃহস্পতিবার দুপুরে ছেলের ছবি হাতে বিভিন্ন দোকান ও পথচারীদের কাছে ছেলে সন্ধান চাইতে দেখা যায়।হাফেজ তারিকুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হিফজ বিভাগে পড়ে।