হাফিজ মুহাম্মদ আলীর পিতার ইন্তিকালে খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৭ ২০২০, ০৫:০৩

একুশে জার্নাল লন্ডন: খেলাফত মজলিস হেকনী শাখার সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ আলীর পিতা ও লন্ডন মহানগরীর সাবেক নির্বাহী সদস্য মাওলানা মঈনূল ইসলামের বড় ভাই মাওলানা আজিজুর রাহমান আজ ৬ জুন চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বিকাল ৭ ঘটিকায় ইন্তেকাল করেছেন।

‎‏হেতিমগন্জ বাজার মসজিদের সাবেক ইমাম, হাজিপুর মাদানিয়া ক্বোরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং হেতিমগন্জ বাজারের প্রবিন বিশিষ্ট হোমিওপ্যাথিক ডাক্তার আলহাজ্ব মাওলানা আজিজুর রাহমানের ইন্তেকালে যৌথ শোক প্রকাশ করেন, খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা সাদিকুর রাহমান, সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম।

শোক বার্তায় নেতৃবৃন্দ, মাওলানা আজিজুর রাহমান (রাহঃ) এর শোক সন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজন এবং দেশ-বিদেশের সকল গুনগ্রাহীর প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্ল্যেখ্য মাওলানা আজিজুর রাহমানের মৃত্যুর সংবাদ শুনে সাথে সাথে লন্ডনে অবস্থানরত মরহুমের একমাত্র ছেলে হাফিজ মুহাম্মদ আলী ও মুরহুমের ছোট ভাই মাওলানা মঈনূল ইসলাম এর বাসায় গিয়ে তাঁদের সাথে সমবেদনা প্রকাশ করেন, যুক্তরাজ্য শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, লন্ডন মহানগরীর প্রশিক্ষন সম্পাপক মাওলানা দেলওয়ার হুসাইন, হেকনী শাখার সভাপতি মাওলানা আমিরুল ইসলাম ও সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান।

পরিশেষে নেতৃবৃন্দ তাঁদের কে ধৈর্যশীলদের সুসংবাদ জানিয়ে ধৈর্য্য ও সবর করার আহবান জানান। পরে মাওলানা আমিরুল ইসলাম পবিত্র ক্বোরআনের সুরা ইয়াসীন তেলাওয়াত করেন এবং মাওলানা তায়ীদুল ইসলামের দোয়ার মাধ্যমে মহান আল্লাহ নিকট মরহুমের জন্য মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করেন।