হাদীসের কিতাব খুলে বোখারী দরসে বসলেন মন্ত্রী
একুশে জার্নাল
অক্টোবর ০৫ ২০১৮, ১৩:৩৫
![](https://ekushejournal.com/wp-content/uploads/2018/10/1538746498906.jpg)
এবার নানুপুর মাদরাসায় বোখারী শরিফের দরসে হাদিসের কিতাব নিয়ে বসলেন আওয়ামীলীগ সরকারের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
হাদীস বিশারদ কোন আলেম ছাড়া ‘বে-আলিম’ মন্ত্রীর দরসে বসার ছবিটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে কওমি অঙ্গনে আবারো শুরু হয়েছে সমালোচনার ঝড়।
একজন কওমী তরুণ আলেম মন্তব্য করছেন- ” আপনারা যা ইচ্ছে তা-ই করেন মানা নাই কারণ জায়েয- নাজায়েজের কারখানাতো আপনাদের হাতে, কিচ্ছু বলার নেই। কিন্তু এটা কোন ধরনের খেয়ালিপনা! তাদের ইজ্জত, আপ্যায়ন করবেন বেশ ভালো কথা!! তাই বলে কী হাদীসের মসনদে বসিয়ে এসব ফাইজলামী!”
আরেকজন কওমি আলেম মন্তব্য করেছেন-“কোনো প্রয়োজন ছিলো না এর। আর কতো নীচে নামতে হবে আমাদের আল্লাহই ভালো জানেন” ।
ঘটনাটি চট্রগ্রাম ঐতিহ্যবাহী নানুপুর মাদরাসার। ভাইরাল হওয়া ছবিতে ইঞ্জিয়ার মোশাররফের পাশেই বসে আছেন নানুপুর মরহুম হযরতের বড় সাহেবজাদা ও বর্তমান মোহতামীম ও পীর মাওলানা সালাহউদ্দীন নানুপুরী
এ নিয়ে কওমি অঙ্গনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।