হাতিয়ায় ১২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১১ ২০২১, ১৬:৫৩

এবি হান্নান: নোয়াখালী জেলার হাতিয়ায় ১২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্ট গার্ড।

১০ আগস্ট (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক সন্ধ্যায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন উছখালী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে উক্ত বাজারের তালুকদার সুপার মার্কেট এর পিছনে পুকুর পাড় থেকে কোস্ট গার্ড কর্তৃক ১২৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বেলাল উদ্দিন (৩৮) কে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন (৩৮) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন চরকৈলাশ গ্রামের বাসিন্দা মোঃ রুহুল আমিন এর ছেলে।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত ইয়াবা হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।