হাতপাখা চট্টগ্রাম মহানগরের ৪টি আসনের প্রার্থীই বৈধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০২ ২০১৮, ১২:৫৭

 

আজ (২ ডিসেম্বর’১৮) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত চট্টগ্রাম মহানগরের ৪টি আসনের সকল প্রার্থীই বৈধ ঘোষিত হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা, ঋণখেলাপি ও কোনধরনের অপরাধ মূলক কর্মকান্ডের সম্পৃক্ততা না থাকায় বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থীগণ হলেন চট্টগ্রাম-৮ ডা. ফরিদ খান, চট্টগ্রাম-৯ মাওলানা শেখ আমজাদ হোসাইন, চট্টগ্রাম-১০ আলহাজ্ব জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম-১১ লোকমান হোসেন সওদাগর।