হাটহাজারী মাদরাসায় নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হলো আজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৬ ২০১৯, ১৪:০৯

 

হাবীব আনওয়ার

দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন উম্মুল মাদারিস দারুল উলুম হাটহাজারী মাদরাসায় নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হয়েছে।

আজ ২৬ জুন বুধবার ২০১৯/২০ ইংরেজী ১৪৪০/৪১ হিজরি সনের সকল বিভাগের ক্লাস শুরু হয়। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সকল বিভাগের ক্লাসে উদ্ধোধনী সবক শুরু করেন।

উদ্ধোধনী দরসে আল্লামা আহমদ শফী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ আপনাদের কবুল করেছেন বলেই উম্মুল মাদারিস হাটহাজারী তে আসতে পেরেছেন। আপনারা পুরো বছর ইলম অধ্যায়নের জন্য চেষ্টা করবেন। কোনদিন ক্লাসে অনুপস্থিত থাকবেন না। কেননা তালিবে ইলমদের সম্পর্ক হবে কিতাবের সাথে, অন্যকিছুর সাথে নয়। এ সময় তিনি সকল ছাত্রদের থেকে স্বীকারোক্তি নেন, যেন পুরো বছর ক্লাসে উপস্থিত থাকে।

আমিরে হেফাজত আরো বলেন, আপনারা গল্প-গুজবে, হেলায় অবহেলায় সময় নষ্ট করবেন না। সর্বদা একটা কিতাব হাতে রাখবেন। আমাদের ভালোবাসা- মুহাব্বত রাখতে হবে কিতাবের সাথে অন্য কিছুর সাথে নয়।

তিনি আরও বলেন, যখন হাদীসের কিতাবের দরস( ক্লাস) শুরু হয় কোন ছাত্র কথা বলবেন না। মনযোগ দিয়ে হাদীসের দরস শ্রবণ করবেন। কোরআন হাদীসের দরসে কথা বলা, হৈ-চৈ করা হাদীসে রাসূলের সাথে স্বয়ং রাসূল সা. এর অসম্মানী করা। রাসূল সা. যখন হাদীসের দরস দিতেন সাহাবায়ে কেরাম রা. মনযোগ সহকারে তা শ্রবণ করতেন। এ সময় তাদের মাথার উপর পাখি বসে থাকলেও তাদের কোন খবর থাকত না। আমাদেরও সাহাবাদের আদর্শ ধারণ করতে হবে।

জামাতে নাহুম থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত সকল কিতাবের এবং ইফতা, উলুমুল হাদীস, দাওয়া-ইরশাদ, বাংলা সাহিত্য বিভাগ সহ প্রত্যেক ক্লাসের ছাত্ররা ইবারাত ‘ মূল মতন’ (রিডিং) পাঠ করেন।

এ সময় মাদরাসার সকল উস্তাদ ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

সবশেষে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে এবং তালিবে ইলমদের মেধার উত্তরোত্তর উন্নতি ও ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করেন।

উল্লেখ্য, অন্যান্য বছর থেকে এবছর একটু ভিন্ন নিয়ম অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১টার পরিবর্তে সকাল ৮ থেকে দুপুর ১২ টা এবং বেলা ২টা থেকে আসর আযান পর্যন্ত ক্লাস চলবে।