হাটহাজারী মাদরাসার মেশকাত জামাতের ছাত্র সোহেল আর নেই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১৯ ২০১৯, ১৪:৪৮

হাবীব আনওয়ার

বৃহস্পতিবার মাদরাসা (মেশকাত) পরিক্ষা শেষে বাড়িতে যাওয়ার জন্য সবকিছু গুছিয়ে ঠিকঠাক এবং গাড়ির টিকিটও সংগ্রহ করেছে সোহেল।বৃহস্পতিবার মাগরিব পর টাঙ্গাইল জেলার জিম্মাদার হাটহাজারী মাদরাসার উস্তাদ মুফতি সাঈদ সাহেবের নিকট দেখা করে রমজানের বন্ধে মাদরাসার উসুল সংগ্রের জন্য রশিদ এবং আবেদন পত্রও সংগ্রহ করেছিল। বাকিছিল শুধু রাত পোহাবার।

কিন্তু নাহ! তা আর হলো না।বাবা-মা আর প্রিয়জনদের সাক্ষাত মিললো না!
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় চলে গেলেন না ফেরার দেশে।সোহেল (২৪) হার্ট রুগী ছিলেন।

আজ শুক্রবার সকাল ৬ টায় মাদরাসার সহকারী মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনরীর ইমামতিতে মাদরাসার কয়েক হাজার ছাত্র -শিক্ষকদের উপস্থিতিতে সুহাইলের জানাযা সম্পন্ন হয়।

এদিকে সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. জাকারিয়া নোমান ফয়জী। এক শোকবার্তায় তিনি বলেন, সোহেল খুবই মেধাবী ও উত্তম চরিত্রের অধিকারী ছিল।সে মেখল মাদরাসা দীর্ঘ ৮ বছর পড়া লেখা করেছে।উস্তাদদের সাথে খুব ভাল সম্পর্ক ছিল।কাফিয়া পড়াবস্থায় মুফতী আজম ফয়জুল্লাহ রহ. রচিত ফয়জুল কালাম মুখস্থ করায় মাদরাসার পরিচারক আল্লামা নোমান ফয়জী তাকে পুরস্কৃত করেছিলেন।
আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,এবং তাঁর পরিবারের সকল সদস্যকে ধৈর্যধারণ করার তাওফীক দান করুন,আমিন।

উল্লেখ্য: সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলার সোখিপুর।মৃত্যুকালে তার বয়স ছিল ২৪ বছর।সে দীর্ঘদিন যাবত হার্ট সমস্যায় আক্রান্ত ছিলেন ।