হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন ১১ জানুয়ারি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০৯ ২০১৯, ১৪:৫২

 

হাবীব আনওয়ার

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী ১১ জানুয়ারি (শুক্রবার) সারাদিন ব্যাপী চট্টগ্রাম জেলার হাটহাজরী থানায় অবস্থিত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

আল হায়াতুল উলিয়া ও কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের চেয়ারম্যান, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির অত্র মাদরাসার মহা পরিচালক শাইখুল হাদীস আল্লামা শাহ আহমদ শফী’র সভাপতিত্বে বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দস্তারবন্দী সম্মেলনে দেশবরেণ্য ওলামা- মাশায়েখ দ্বীনের সঠিক দিক- নির্দেশনা মূলক নসিহত এবং বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

উক্ত দস্তারবন্দী সম্মেলনে বিগত ১৪৩৮-৩৯ হিজরী শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স) ফারেগীনদের দস্তারে ফযিলত প্রদান করা হবে।

উল্লেখ্য: ১৯০১ ইংরেজিতে প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে দ্বীনি খেদমতের পাশাপাশি সকল নাস্তিক্যবাদি শক্তির মোকাবেলায় জোড়ালো ভূমিকা পালন করছে।অনেকে হেফাজত ইসলাম বাংলাদেশের ঘাটি হিসেবেও চিনে।