হাটহাজারী মাদরাসার দস্তারে ফজিলত গ্রহণকারীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি
একুশে জার্নাল
জানুয়ারি ০৮ ২০১৯, ১৩:১৩

এতদ্বারা জামিয়ার ১৪৩৯ হিজরী সনের ফারেগীনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জামিয়ার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে জামিয়ার মহাপরিচালক ও শায়খুল হাদীস, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ছাহেব দা.বা. দস্তারে ফজিলত প্রদান করবেন।
১৪৩৯ হিজরী সনের ফারেগীনদের মাহফিলের পূর্বদিন তথা ১০ জানুয়ারি ‘১৯, বৃহস্পতিবার বাদ এশা ও মাহফিলের দিন ১১ জানুয়ারি ‘১৯, জুমাবার বাদ এশা দস্তারে ফজিলত প্রদান করা হবে, ইনশাআল্লাহ।
দস্তারে ফজিলত গ্রহণের জন্য ফারেগীনদের আগামীকাল ৯ জানুয়ারি, বুধবার, বাদ আসর হতে এশা পর্যন্ত, ১০ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ৮ থেকে ১০টা ও বাদ আসর হতে এশা পর্যন্ত এবং ১১ জানুয়ারি, জুমাবার বাদ আসর হতে মাগরিব পর্যন্ত সময়ে জামিয়ার দপ্তরে তালীমাত হতে টোকেন সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অতএব, উপরোক্ত সময়সূচীতে টোকেন ও দস্তারে ফজিলত সংগ্রহ করে মাহফিল সফল ও সার্থক করতে আন্তরিক ভূমিকা রাখবেন।
আদেশক্রমে-
জামিয়া কর্তৃপক্ষ