হাটহাজারী মাদরাসার ছাত্র সোহাইলের ইন্তেকালে মুফতী আব্দুল হামীদের শোক প্রকাশ
একুশে জার্নাল
এপ্রিল ১৯ ২০১৯, ২১:৪০

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মেশকাত জামাতের মেধাবী ছাত্র সোহাইল আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক (মেখল মাদরাসার সাবেক শিক্ষক) মুফতী আব্দুল হামীদ ৷
আজ ১৯ ই এপ্রিল শুক্রবার সন্ধায় এক শোক বার্তায় মুফতী আব্দুল হামীদ বলেন,সোহাইল দীর্ঘ আট বছর মেখল মাদরাসায় পড়েছে ৷ আমার নিকট হেদায়াতুন্নাহু,হাদীসের কিতাব ফয়জুল কালাম সহ বহু কিতাব পড়েছে ৷ সে নম্র-ভদ্র এবং অনেক মেধাবী ছাত্র ছিলো ৷ তার মেধা ছিল বেশ তুখোর ৷ তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷
প্রিয় ছাত্রের স্মৃতিচারণ মুফতী আব্দুল হামীদ বলেন,মেখল মাদরাসায় জামাতে হেদায়াতুন্নাহু পড়ার সময় পুরো হেদায়াতুন্নাহু মুখস্থ শুনিয়েছিল এবং জামাতে কাফিয়ার বছর ৯১৪ হাদীস বিশিষ্ট “ফয়জুল কালাম” মুখস্থ শুনিয়ে মাওলানা জাকারিয়া নোমান ফয়জী এবং আমার পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত হয়েছিল ৷
তিনি আরো বলেন বিশেষ প্রোগ্রামে ঢাকা থাকায় আমার অত্যন্ত স্নেহের ছাত্র সোহাইলের জানাজায় শরীক হতে পারলাম না ৷ শেষবারের মতো প্রিয় ছাত্রকে এক নজর দেখার সুযোগও হলনা ৷
মুফতী আব্দুল হামীদ বলেন,সোহাইল অনেক সৌভাগ্যবান ৷ ইলম অর্জন অবস্থায় জুমার পবিত্র রজনীতে তার ইন্তেকাল হয়েছে ৷ হাদীসে শরীফে উল্লেখ আছে,রাসলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন দ্বীন জিন্দা করার উদ্দেশ্যে ইলম অন্বেষণকালে যার মৃত্যু আসবে, (বেহেশতে) তার এবং নবীদের মাঝে শুধু একটি স্থরের (নবুওয়াতের) পার্থক্য থাকবে ৷
তিনি আরো বলেন,শুক্রবারে মৃত্যু হওয়া খুবই সৌভাগ্যের ব্যপারে ৷ হাদীস শরীফে রাসলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে মুসলিম জুমআর দিন মারা যায়, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচান।
বরকতময় মাস শাবান, ইলম অর্জন অবস্থায় শুক্রবারের মতো মোবারক রাত্রিতে তাঁর মৃত্যু সত্যিই অনেক সৌভাগ্যের ৷
মুফতী আব্দুল হামীদ মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন,মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর ইলমকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন