হাটহাজারীতে তাফসির মাহফিলের শেষ দিন আজ
একুশে জার্নাল
ডিসেম্বর ০৭ ২০১৮, ০৮:৪৬
হাবীব আনওয়ার:উত্তর চট্টলার দ্বীনি ও সেবা মূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনা ও আল্লামা আহমাদ শফি ফাউন্ডেশনের সহযোগিতায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন ও শানদার ক্বেরাত মাহফিলের শেষ দিন আজ।
আজ ৭ ই ডিসেম্বর (শুক্রবার) বেলা দুই ঘটিকা থেকে সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরীর সভাপতিত্বে উদ্বোধনীয় আলোচনা করবেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমাদ সাহেব।
তাফসির পেশ করবেন,মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাও. ইসমাঈল খান, মাওলানা মুফতি রাফি বিন মুনির ঢাকা।
বাদ আসর, মাওলানা নজির আহমদ ঢাকা।
বাদ মাগরিব: হেফাজত ইসলাম বাংলাদেশের আমির শাইখুল হাদিস আল্লামা শাহ আহমাদ শফি, মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা
সভাপতিত্ব করবেন, আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী
বাদ ইশা: মাওলানা জুনাইদ আল হাবিব ঢাকা, মাওলানা আব্দুল বাসেত খাঁন সিরাজগঞ্জ, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা।