হাটহাজারীতে কেরাত মাহফিলে হাজারো মানুষের ঢল

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৫ ২০১৮, ১৩:৩৫

হাবীব আনওয়ার: উত্তর চট্টলার দ্বীনি ও সেবা মূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনা ও আল্লামা আহমাদ শফি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপী তাফসিরুল কুরআন ও শানদার ক্বেরাত মাহফিল আজ প্রথম ৫ ই ডিসেম্বর (বুধবার) বেলা দুই ঘটিকা থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

দেশীয় ও আন্তর্জাতিক কারী সাহেবদের তেলাওয়াতে মুখরিত হাটহাজারী এলাকা।

হাজার হাজার মুসুল্লিরা দাঁড়িয়ে বসে তন্ময় হয়ে কেরাত শ্রবণ করছেন।

উপস্থিত হয়েছেন, ক্বারী রজাই আইয়ুব তাঞ্জানিয়া, ক্বারী তৈয়ব জামাল ভারত, ক্বারী আফতাব আহমদ দেওবন্দ, ক্বারী আহমাদ বিন ইউছুফ আল আযহারী ঢাকা, ক্বারী সাঈদুল ইসলাম আসাদ ঢাকা, ক্বারী এ.কে. এম ফিরোজ ঢাকা, শিশু ক্বারী আবু রায়হান ঢাকা, ক্বারী রিফাত বিন রশীদ ঢাকা, ক্বারী আরাফাত হুসাইন ঢাকা, ক্বারী জাহেদুল ইসলাম সাঈদ চট্টগ্রামসহ স্থানীয় ক্বারীগণ।

এছাড়াও পাকিস্তান থেকে আগত স্বর্ণ পদক প্রপ্ত সঙ্গীত শিল্পী হাবিবুল্লাহ আরমান নোমানী ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন!