হাটহাজারীতে উপজেলা চেয়ারম্যানের সংবর্ধনা ও ইফতার মাহফিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৬ ২০১৯, ১৮:২৫

 

হাটহাজারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান,চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম.রাশেদুল আলম , ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক ও মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তার গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল শনিবার (২৫ মে) হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় হল রুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাটহাজারী উপজেলা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনির পরিচালনায় এ গণ সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম,বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মো.সেলিম উদ্দিন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী মানিক,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল আলম হেলাল,চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও বর্তমান হাটহাজারী আওয়ামীলীগের সদস্য এইচ এম আলী আবরাহা দুলাল এবং যুবলীগের সদস্য রাশেদ খান মেনন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমেদ,উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ ইউনুচ,দিদারুল আলম বাবুল,শওকত আলম প্রমূখ।