হাটহাজারীতে ইসলামী দলের তিন প্রার্থী, জয়ী হবার আশাবাদী সবাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৯ ২০১৮, ০৭:৩৫

হাবীব আনওয়ার: আগমী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম ৫(হাটহাজারী,বায়জিদ আংশিক ও তার আশেপাশ) আসনে ইসলামী দলগুলোর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদের পক্ষে হাত পাখা প্রতিক নিয়ে ইঞ্জিনিয়া মুহাম্মদ রফিক।খেলাফত আন্দোলনের পক্ষে বট গাছ প্রতিক নিয়ে মাওলানা ইদরিস নদভী।ইসলামী ঐক্যজোট থেকে মিনার প্রতিক নিয়ে মাওলানা মুঈনুদ্দিন রুহী।

বড় দুই দল আ’লীগ ও বি এন পির পাশাপাশি ইসলামী দলগুলোর নেতারা ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।রাতদিন মানুষের দ্বারে গিয়ে বিভিন্ন ইসতিহার উপস্থাপন করছেন।খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা মীর ইদরিস সন্ত্রাস,দূর্নীতি ও মাদকমুক্ত হাটহাজারী গড়ার পাশাপাশি হেফাজত ইসলাম বাংলাদেশের ঘোঘিত ১৩ দফা বাস্তবায়নে জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে তার ইশতিহারে উল্লেখ করেছেন।

এদিকে একটি আসনে ইসলামী দলের তিনজন প্রার্থী দেওয়াতে ক্ষোভ জানিয়েছেন ভোটাররা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, তিনটি দল মিলে একজন প্রার্থী দেওয়াটা উচিত ছিল।কারণ, হাটহাজারীতে একজন আলেম সাংসদের খুবই প্রয়োজন। কিন্তু তিনজন প্রার্থী হওয়াতে প্রত্যেকের জন্য জয়ী হওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো।

এদিকে মাওলানা মীর ইদরীস ও মাওলানা মাঈনুদ্দিন রুহীর দাবি আমিরে হেফাজত ও হাটহাজারী’র সর্বস্তরের আলেম ওলামা এবং ধর্মপ্রিয় মানুষের অনুরোধে তারা প্রার্থী হয়েছেন।

উল্লেখ্য: আ’লীগ থেকে বর্তমান বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ লাঙ্গল ও ঐক্য ফ্রান্ট থেকে কল্যাণ পার্টির কর্নেল ইব্রাহিম ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন। এছাড়াও আরো সতন্ত্র প্রার্থীও রয়েছে