হাজীপাড়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আঃ আলীম আল হুসাইনীর ইন্তেকাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৯ ২০২০, ০৯:৩০

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদীস আল্লামা আবদুল আলীম আল হুসাইনী সাহেব ১৮ এপ্রিল শনিবার রাত ১১ টার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারণ ছুটি কাটাতে তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থান করছিলেন। সেখানেই তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১০০ বছর।তিনি ভারত উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন আওলাদে রসুল (সাঃ) শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.) এর সুযোগ্য ছাত্র ছিলেন। একইসাথে তিনি হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমাদ শফী (দা.বা.) এর সহপাঠী ও খলীফা ছিলেন। তিনি প্রায় ত্রিশ বছর যাবত দেশের বিভিন্ন নামকরা কওমী মাদরাসায় বুখারী শরীফের দরস দিয়ে আসছিলেন। সর্বশেষ তিনি হাজীপাড়া মাদরাসায় ১৩ বছর যাবত শাইখুল হাদীস হিসেবে বুখারী শরীফের দরস দিয়ে আসছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন।