হাইকোর্ট থেকে জামিন পেলেন কক্সবাজার হেফাজত নেতা মাওলানা মুকাররম
একুশে জার্নাল
জুলাই ২৭ ২০২১, ২৩:১৬
মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার পরবর্তী কক্সবাজারে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা পৃথক দুই মামলায় কক্সবাজার হেফাজত নেতা মাওলানা মুকাররমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দিয়েছেন। মাওলানা মুকাররমের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
মাওলানা মামুনুল হককে গ্রেপ্তারের ঘটনায় গত ৩ এপ্রিল কক্সবাজারে হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল করে। সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়। এ মামলায় ৫ এপ্রিল পুলিশ মাওলানা মুকাররমকে গ্রেপ্তার করে। ওই দুই মামলায় মাওলানা মুকাররমকে গতকাল জামিন দিয়েছেন হাইকোর্ট