হযরত শাহ আমানত (রহ:) আজিজিয়া এতিমখানা ও খাজা কুতুবউদ্দিন (রহ:) মসজিদ পরিচালনা পরিষদের কমিটি গঠন
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৩ ২০২০, ১৮:৪৬
আজিজিয়া কাজেমী কমপ্লেক্স (টাস্ট) বাংলাদেশ কর্তৃক পরিচালিত হযরত শাহ আমানত (রহ:) আজিজিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা এতিমখানা ও হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাক্কী (রহ:) আজিজিয়া মসজিদ পরিচালনা পরিষদের এক বছরের কমিটি গঠন করা হয়েছে।
গত ১৬ আগষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে আত্মপ্রকাশ ১২ সেপ্টেম্বর।
সদ্য ঘোষিত ১৭ সদস্য বিশিষ্ট ও কমিটিতে হযরত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন কে সভাপতি ও আবু মােহাম্মদ আরিফ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি এডভােকেট ইফতেখার সাইমুল চৌধুরী (সিনিয়র সহ সভাপতি), মােহাম্মদ আলী কোম্পানী (সহ সভাপতি), মােহাম্মদ জাহাঙ্গীর আলম (সব সভাপতি), মােহাম্মদ জসিম উদ্দিন (সহ সভাপতি), মােঃ কামাল তৈয়ব (যুগ্ম সাধারণ সম্পাদক), মােঃ শাহাবুদ্দিন সেলিম (অর্থ সম্পাদক) এবং সদস্য হলেন এডভােকেট আখতারুজ্জামান রুমেল, এজাহারুল ইসলাম ইমন, মােহাম্মদ মেজবাহ উদ্দিন, মাওলানা মােঃ এমরান খান, মােহাম্মদ মামুনুর রহমান, মােহাম্মদ আবদুল হালিম, মােহাম্মদ জামাল উদ্দিন, মােহাম্মদ কামরুল ইসলাম ও মােহাম্মদ ইসমাইল।
উক্ত কমিটি ০১ (এক) বছরের জন্য অনুমােদন প্রদান করা হয়।