হযরত ওমর (রা.) কে নিয়ে কটুক্তি বরদাশত করা হবে না
একুশে জার্নাল ডটকম
জুন ২৯ ২০২৪, ২১:৩৩

গত ২৫ জুন, ১৮ জিলহজ্ব শিয়াদের ঈদে গাদিরে খুম অনুষ্ঠানে হযরত ওমর রা. নিয়ে কটুক্তি করেন ঢাকা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর মুহম্মদ আবদুর রশীদ।
তিনি বলেন, রাসূল সা. মৃত্যুর পূর্বে কিছু লিখে দেওয়ার চেষ্টা করলেও হযরত ওমর পন্ডিতি করে তাকে লেখতে দেননি। তাচ্ছিল্যের সূরে তিনি হযরত ওমরের হাদীসে কিরতাসকে বর্তমানে মুহাদ্দেসরা লুকিয়ে যান বলে মন্তব্য করেন।
তার এ কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন আজমতে সাহাবা বাংলাদেশের আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী ও মহাসচিব মাওলানা আলী হাসান উসামা।
বিবৃতিতে তারা বলেন, সায়্যিদুনা উমর রা.-এর শানে এ প্রিন্সিপাল যে জঘন্য গোস্তাখিমূলক বক্তব্য দিয়েছে তা দেশের ধর্মপ্রাণ জনতা বরদাশত করবে না। অনতিবিলম্বে তাকে ভুল স্বীকার করে তাওবা এবং জাতির উদ্দেশে ক্ষমা চাইতে হবে। আহলে বাইতের প্রেমের ব্যানারে কোনো সাহাবি-বিদ্বেষ মুসলমানরা কিছুতেই সয়ে নিতে পারে না। যত দ্রুত ক্ষমা চাইবেন, সেটাই তার জন্য কল্যাণকর হবে বলে মনে করেন।