হবিগঞ্জ ২ আসনের আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট আ:মজিদ খানের পক্ষে,মার্কুলীবাজারে প্রচারনা
একুশে জার্নাল
ডিসেম্বর ১৬ ২০১৮, ১৫:১৫
ইসমাইল হোসেন সিরাজী বানিয়াচং থেকে: হবিগঞ্জ ২ আসনের আওয়ামীলীগ প্রার্থী এডভোকেট আ:মজিদ খানের পক্ষে, আজ বানিয়াচংএর ৫ নং দৌলতপুর ইউনিয়নে প্রচারনা চালিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ মার্কুলী বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ জনগনের দুয়ারে দুয়ারে গিয়ে নৌকার পক্ষে ভোট চান তারা।
নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন ৫নং দৌলতপুর ইপি চেয়ারম্যন জনাব লুৎফুর রহমান, ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি, হাফিজুর রহমান মলাই, মার্কুলী বাজারের সাধারন সাম্পাদক আব্দুল মোছাবি্বর মিয়া,বাজার কমিটির সহসভাপতি হাজী হুমায়ুন কবির ভুইয়া,সুকুমারপাল,সুবল বনিক,নাসির মিয়াসহ ৫নং দৌলতপুর ইউ পির আওয়ামীলীগের সকল নেতা কর্মী।