হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া নয়, মনোনয়ন পেলেন শেখ সুজাত
একুশে জার্নাল
নভেম্বর ২৮ ২০১৮, ২৩:১৭
একুশে জার্নাল হবিগঞ্জ প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপি নেতা শেখ সুজাত মিয়াকে মনোনয়ন পেলেন। যদিও ড.কামাল হুসাইনের গণ ফোরামে সদ্য যোগদানকারী আওয়ামীলীগ নেতা প্রয়াত এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এ আসনে মনোনয়ন পেতে পারেন বলে সর্বত্র আলোচনা হচ্ছিলো।
তবে শেষপর্যায়ে বিএনপির পুরোনো নেতা শেখ সুজাত মিয়ার মনোনয়নকে চূড়ান্ত করেছে বিএনপি।
আজ বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে মনোনয়ন পত্র জমা দেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া। শেখ সুজাত মিয়ার মনোনয়নে বাহুবল-নবিগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে।
চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত শেখ সুজাত মিয়া বলেন, ত্রিশ বছর ধরে বিএনপির জন্য কাজ করে যাচ্ছি, দল আমাকে মনোনয়ন দিবে না তো কাকে দিবে?
দলের বাহির থেকে হঠাৎ করে আসা অন্য কাউকে দল মনোনয়ন দিবে, সেটা বিএনপির নেতাকর্মীরা কিছুতেই মেনে নিবে না।
উল্লেখ্য, হবিগঞ্জ-১ আসনে ২০ দলীয় জোটের শেখ সুজাত মিয়া ধানের শীষ প্রতীক এবং আওয়ামীলীগের পক্ষ থেকে মিলাদ গাজী নৌকা প্রতীক নিয়ে লড়বেন বলে নিশ্চিত জানা গেছে। তাছাড়া আওয়ামীলীগের আরেক বিদ্রোহী প্রার্থী সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আমাতুল্লাহ চৌধুরী কেয়া সতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে। তাই যদি হয়, তাহলে এই আসনে ২০ দলীয় একক প্রার্থী শেখ সুজাত মিয়া ভালো অবস্থানে থাকবেন বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।