হবিগঞ্জ-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন রেজা কিবরিয়া

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৭ ২০১৮, ১০:৪৬

হবিগঞ্জ-১ আসনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়ার ছেলেরেজা কিবরিয়া প্রার্থিতা ফিরে পেয়েছেন। ক্রেডিট কার্ডের বিল বকেয়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে শুনানি শেষে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজা কিবরিয়া বলেছেন, তিনি ইসিতে ন্যায় বিচার পেয়েছেন।