হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতিক পেলেন মিজানুর রহমান মিজান
একুশে জার্নাল
মে ২৬ ২০১৯, ১৮:১১
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জঃ
হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকার টিকিটি) পেলেন পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।
গতকাল শনিবার রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ রবিবার আনুষ্ঠানিকভাবে তাকে দলীয় মনোনয়ন প্রদান করা হবে।
গতকাল শনিবার এ সংক্রান্ত সংবাদটি জাতীয় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায়ও প্রচারিত হয়। এর পূর্বে গত শুক্রবার সম্ভাব্য ৫ প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠায় জেলা আওয়ামীলীগ।
তালিকায় মিজানুর রহমান মিজানের নাম ছিল সর্বশেষে। জানা যায়, তালিকাটি যাচাই-বাছাই করে তার প্রার্থীতা চুড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষের বিপরীতে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রায় ১২ শতাধিক ভোটের ব্যবধানে হেরে গেলেও চমক সৃষ্টি করেন মিজানুর রহমান মিজান।
তফসিল অনুযায়ী আগামী ২৪ জুন ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।


