হবিগঞ্জ জেলা শাখার জাতীয় সাংবাদিক ক্লাব’র কমিটি গঠন
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৩ ২০১৮, ১৭:৫৮
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ: জাতীয় সাংবাদিক ক্লাব হবিগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার ২২ডিসেম্বর সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ঠ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অমুমোদিত রেজি: নং ৯৫৯৩৯ জাতীয় সাংবাদিক ক্লাব হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি পদে সৈয়দ আব্দুল মান্নান (দৈনিক ইত্তেফাক), সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌধুরী (দৈনিক আলোকিত বাংলাদেশ ও দি বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কাজী মামুদুল হক সুজন(চ্যানেল এস), প্রচার সম্পাদক আসমা জান্নাত মনি, নির্বাহী সদস্য সোহেল আহমদ কুটি (সাপ্তাহিক হবিগঞ্জ সংবাদ), আনোয়ার হোসেন সজল (করাঙ্গী নিউজ টুয়েন্টি ফোর ডটকম), নুর উদ্দিন সুমন (ভোরের কাগজ), মোঃ বাহার উদ্দিন (খোয়াই), মোঃ জমির আলী (প্রতিদিনের বাণী), কাকলী গোপ (সমাবেশ)।
প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি সকলের সহযোগিতা কামনা করছে।