হবিগঞ্জ জেলার নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা, মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৬ ২০২০, ১১:০৪

আহমদ মালিক, ওসমানীনগর প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে গাছে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তানভিরগাঁও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

জানা গেছে, মাইক্রোবাসটি নারায়ণগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়াও হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।