হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০১৯, ২০:২৮

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সড়কে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ও বুধবার রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এই তিনজন নিহত হন।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার কাশিনগর গ্রামের আউয়াল মিয়ার ছেলে আশিক মিয়া (২৭), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে জুনাইদ মিয়া এবং বাহুবল উপজেলার ইজ্জপুর গ্রামের মৃত আরফান আলীর স্ত্রী তাঁরা বানু।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাহুবল থেকে ছেড়ে আসা একটি সিএনজি মহাসড়কের মিরপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁরা বানুকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার কাউছার নগর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আশিক মিয়া (২৭)। এছাড়াও আহত হন দুই আরোহী জুনাইদ মিয়া এবং একই গ্রামের এলাছ মিয়ার ছেলে সুমন মিয়া। তাদের উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জুনাইদ মিয়া মারা যান। এছাড়া সুমনের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।