হবিগঞ্জে স্কুলে ক্লাস বন্ধ রেখে সাবানের বিজ্ঞাপন
একুশে জার্নাল
জুলাই ৩০ ২০১৮, ০৭:২১
শাহ মোঃ দুলাল আহমেদ, বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে প্রাথমিক বিদ্যালয়ে লাইফবয় সাবান কোম্পানীর লোকজন ক্লাস বন্ধ রেখে তাদের সাবানের প্রচারের জন্য বিভিন্ন পোগ্রাম করছে।
অভিযোগ এসেছে বিদ্যালয়ের শিক্ষকদের ম্যানেজ করেই তারা এ কাজ করেছে।
প্রতিদিন কোন না কোন বিদ্যালয়ে গিয়ে তারা একটি সাবান দিয়ে ওই দিনের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে ক্লাস।
অভিযোগ অাছে স্থানীয় বিদ্যালয়ের সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষকের হাতে কিছু ‘উপহার’ তুলে দিয়ে তারা দিনভর ক্লাস বন্ধ করে করছে লাইফবয় সাবানের প্রচার।
এ বিষয়টি দেখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সচেতন নাগরিক ফোরাম।