হবিগঞ্জে ভাগনার হাতে মামা খুন
একুশে জার্নাল
আগস্ট ০৪ ২০১৮, ১৩:৫৪
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে নির্মাণাধীন ছাদে কাজ করার সময় ভাগ্নে ফরিদ মিয়ার কোদালের আঘাতে মামা মালেক মিয়া (৩০) খুন হয়েছেন। ঘটনাস্থল থেকে ঘাতক ভাগ্নেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মালেক সদর উপজেলার গোপায়া গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার ছেলে। ঘাতক ফরিদ একই উপজেলার নিতাইর ছক গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভাদৈ গ্রামে আব্দুল কাইয়ুমের বাড়ির নির্মাণাধীন ভবনে রংয়ের কাজ করার সময় মালেক ও তার ভাগ্নে ফরিদের মাঝে কথার কাটাকাটি হয়।
একপর্যায়ে ফরিদ তার হাতে থাকা কোদাল দিয়ে মামার মাথায় আঘাত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ফরিদ মিয়া এবং মালেক মিয়া রাজমিস্ত্রির কাজ করে।
বিকেলে রংয়ের কাজ করার সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ফরিদের কোদালের আঘাতে মালেকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ফরিদকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা শিকার করেছে।
মরদেহ উদ্ধার ময়নাতদন্তেরর জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।