হবিগঞ্জে বিনা উসকানিতেই বিএনপির সমাবেশে পুলিশের হামলা
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ২৩ ২০২১, ১৭:১৪

হবিগঞ্জে বিনা উসকানিতেই বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ। এমন অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময় মির্জা ফখরুল আরও বলেন, হবিগঞ্জের সমাবেশে পুলিশের অতর্কিত লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ এবং গুলিবর্ষণে বিএনপির প্রায় ৩০০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় অবিলম্বে হবিগঞ্জের এসপিকে প্রত্যাহার করার দাবি জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিনা উসকানিতে বিএনপির সমাবেশে পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে আগামীকাল সিলেট বিভাগের উপজলোগুলোতে প্রতিবাদ সমাবেশ হবে এবং শনিবার সিলেট বিভাগে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।
এর আগে, বুধবার হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা দুইটা থেকে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি নেয়া হয়। বেলা ২টার কিছু পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে রওনা হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। তখন উত্তেজিত নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।