হবিগঞ্জে ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে মৃত্যু
একুশে জার্নাল
জুলাই ২৬ ২০১৮, ১৯:২১
শাহ মোঃ দুলাল আহমেদ বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে জালাল শেখ (৪০) নামের এক ওয়ার্কসপ মালিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৬টায় উপজেলার মিরপুর বাজার তিতারকোনা পেট্রোল পাম্প নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তিনি দীর্ঘদীন ধরে মিরপুর বাজার থেকে মায়ের দোয়া বিক্রমপুর ভলকানাইজিং ওয়ার্কসপ নিয়ে ব্যবসা করে অাসছিলেন। নিহতের বাড়ী ঢাকা বিক্রমপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী অাজিদ মিয়া জানান, সকালে ট্রাকের একটি খুলা চাকায় হাওয়া দিচ্ছিলেন জালাল।
এসময় হঠাৎ চাকা বাষ্ট হয়ে জালাল কে নিয়ে প্রায় পাঁচ হাত উপরে উঠে যায় চাকা।
এসময় উপর থেকে নিচে নামতে ও চাকার বাড়িতে মাথার মগজ বের হয়ে মৃত্যু বরন করেন।