হবিগঞ্জে এমপি আব্দুল মজিদ খানকে গাড়ী চাপায় হত্যার চেষ্টা, নিহত হলেন ঠিকাদার
একুশে জার্নাল
অক্টোবর ০২ ২০১৮, ২২:৩৬

এস এ আবির হবিগঞ্জ:

নিহত ঠিকাদার মাসুদ মিয়া
জানা যায় যে, প্রতিদিনের মতো আজও ভোরে এমপি আব্দুল মজিদ খান কয়েকজন সাথী নিয়ে বের হন প্রাতঃভ্রমনে। পায়ে হেটে তারা যখন হবিগঞ্জ টাউনহলস্থ বলাকা ডেকোরেটার্সের সামনে আসেন, তখনই শায়েস্তাগঞ্জ থেকে শহরমুখী একটি পিকআপ গাড়ি দ্রুতগতিতে তাদের উপর দিয়ে চলে যায়। এতে এমপির পাশে থাকা ঠিকাদার মাসুদ মিয়া গুরুতর আহত হলে,
ঘটনাস্থল থেকে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। তবে এমপি আব্দুল মজিদ খানসহ বাকিরা দূর্ঘটনা থেকে রক্ষা পান।
এদিকে পরিকল্পিতভাবে এমপি আব্দুল মজিদ খানকে একটি মহল গাড়িচাপা দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিলো বলে দাবি করে বানিয়াচং থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এই হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বানিয়াচংয়ে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন দলীয় নেতা কর্মীরা ।