হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৭ ২০১৮, ১১:৪৩

শাহ মোহাম্মদ দুলাল,বাহুবল: হবিগঞ্জ জেলার বাহুবলে বোঝাইকৃত ট্রাক চাপায় সিয়াম মিয়া (৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে অাটক করেছে পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের মৌচাক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্র উপজেলার সৃজনবিদ্যাপীঠ স্কুলের সহকারী শিক্ষক,৪নং সদর ইউনিয়নের কবিরপুর গ্রামের ইউসুফ অালীর ছেলে।

নিহত সিয়াম স্থানীয় সৃজন বিদ্যাপীট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র। নিহত স্কুল ছাত্রের পিতাও একই স্কুলের শিক্ষক।
জানা যায়, স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে বাহুবল থেকে মিরপুর গামী একটি মাটিবোঝাই ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৫৭০৪) স্কুল ছাত্রকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় লোকজন ট্রাক চালককে অাটক করে।
অাটককৃত ট্রাক চালক উপজেলার মন্ডলকাপন গ্রামের শরিফ উল্লার ছেলে অাব্দুল হান্নান (৩৫)।

বাহুবল মডেল থানার ওসি মোঃ অালমগীর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।