হবিগঞ্জের বাহুবলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৮ ২০১৯, ২২:২৭
বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করেছে বাহুবল উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৮ই সেপ্টেম্বর) বিকেলে বাহুবল উপজেলা পরিষদ চত্বর থেকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাহুবল উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি বাহির করা হয়।
র্যালি শেষে বাহুবল অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা তাপস দেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াহিদ, যুব উন্নয়ন সহকারী মোঃ জহিরুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তাগন।