হঠাৎ স্থগিত সমাজসেবার নিয়োগ পরীক্ষা
একুশে জার্নাল
সেপ্টেম্বর ২৪ ২০১৯, ২১:৩৭
সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের পরীক্ষা স্থগতি করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে ঠিক কি কারণে পরীক্ষা স্থগিত হয়েছে তা বলা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাজসেবা অধিদফতরের আওতাধীন তৃতীয় শ্রেণীর সমাজকর্মী (ইউনিয়ন) পদে ২৭-০৯-২০১৯ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
এতে আরো জানানো হয়েছে, নতুন করে পরীক্ষার তারিখ যথাসময়ে অবহিত করা হবে।