হঠাৎ কলকাতা স্বরব কেনো?
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০১৮, ১৫:৪০
হঠাৎ কলকাতার স্বরব সমর্থন কেনো…? সরকারের এই মুহূর্তে যা করা উচিত! ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে কোলকাতার সমর্থন ভালো চোখে দেখছি না। হয়তো এই অজুহাতে কোলকাতার ছাত্ররা অবাধে বাংলাদেশে ঢুকে পড়বে এবং বাংলাদেশ হয়ে যাবে ভারতের অখন্ড রাজ্য! কোলকাতার ছাত্ররা যে হঠাৎই ‘নিরাপদ সড়ক চাই’র পক্ষে অবস্থান নিয়েছে এমনটিও মনে হয় না। বরং বাংলাদেশের দিকে যারা লোলুপ দৃষ্টি দিয়ে রেখেছে, সেই দাদা বাবুরাই ওদের রাজপথে নামিয়েছে।
সরকারের উচিত এই মুহূর্তে দু’টি কাজের যে কোনো একটি দ্রুত বাস্তবায়ন করা। উভয়ক্ষেত্রেই সরকারের পদক্ষেপ প্রশংসিত হবে-
এক.ছাত্রদের সমস্ত দাবী দাওয়া নিঃশর্ত মেনে নেয়া এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করা। পাশাপাশি পুলিশ প্রশাসনকে জনগনের সঙ্গে বন্ধুরূপে আচরণের নির্দেশ প্রদান করা।
দুই.সরকার যদি প্রথম পদক্ষেপে ব্যর্থ হয় বা এতোটুকু ক্ষমতা তার না থাকে, তাহলে এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে দেয়া। এতে সরকারের সুনাম বাড়বে বৈ কমবে না। অন্যথায় আবার হয়তো বাংলাদেশকে ভিনদেশী দখলদারদের হাত থেকে বাঁচাতে নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে আমাদের।
আমাদের আন্দোলন সংগ্রাম কিংবা দাবী আদায়ে আমরাই যথেষ্ঠ। আমরা ভিনদেশী সহযোগিতা চাই না। আমাদের অাভ্যন্তরীণ বিষয়ে ওরা নাক না গলাক!