হটলাইনে ফোন দিলেই ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে SHOP-20

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৮ ২০২০, ১৮:৪৮

এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনা ভাইরাসের বিস্তৃতি রোধকল্পে সংকটকালীন পরিস্থিতিতে বাড়ি-ঘরে আবদ্ধ থাকা শ্রীমঙ্গলের গ্রাম-গঞ্জের নিম্ন ও সল্প মধ্যম আয়ের পরিবারের মাঝে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে প্রতীকীমূলে (২০ টাকা) মানুষের ঘরে পৌঁছে দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান-করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহর এবং উপজেলার সব মানুষ ঘরে আবদ্ধ। বাজার হতে দূরবর্তী গ্রামের মানুষ (যেহেতু যানবাহন বন্ধ এবং ঘর থেকে বের হতে নিষেধাজ্ঞা/সীমাবদ্ধতা)। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত খাদ্যপণ্য যারা পাচ্ছেন না সেরকম নিম্ন/সল্প/মধ্যম আয়ের পরিবারে ঘরে ঘরে SHOP-20 নিত্যপণ্য পৌছে দিচ্ছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কোভিড-২০ শফ নামে একটি সচেতনতামূলক ও উদ্ধুদ্ধকরণ কর্মসূচি গত ৭ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করে।

এর উদ্দেশ্য হচ্ছে সামাজিক দূরত্ব রক্ষা ও জনগণকে নিজ নিজ ঘরে অবস্থানে উদ্ধুদ্ধ করত: ২০১৯ সালে আক্রমণকারী COVID-19 ভাইরাসকে ২০২০ সালে SHOP-20 এর মাধ্যমে আত্মরক্ষামূলক প্রস্তুতি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান ৭ এপ্রিল কার্যক্রম শুরু করে আজ পর্যন্ত এই ২ দিনে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাও, কুঞ্জবন, কুমিল্লাপাড়া, কামারগাও, বুদ্ধপাড়া,সুরমা ভ্যালি, লামুয়া, ভৈরবগঞ্জ, মতিগঞ্জ, ভূনবীরসহ ৪১০ টি পরিবারের কাছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন বাজার পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলা ইউএনও নজরুল ইসলাম আরও জানান-গত দুই দিনে বিভিন্ন এলাকায় গিয়ে কিছু মানুষ পাওয়া গেলো খুবই সচেতন। তারা বাড়ি থেকে কিছুতেই বের হচ্ছেন না৷ হটলাইনে ফোন দিয়ে ঘরে বসে অতিপ্রয়োজনীয় কিছু বাজার কিনতে পেরে তারা খুবই খুশি।