হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ছাড়লেন মেখল মাদরাসার দুই উস্তাদ
একুশে জার্নাল
আগস্ট ১১ ২০১৮, ১২:১৬
হাবীব আনওয়ার হাটহাজারীঃ পবিত্র হজ্ব ও ওমরা পলনের জন্য পবিত্র মক্কা-মদিনার উদ্দেশ্য রওয়ানা হয়েছেন, ঐতিহ্যবাহী মেখল হামিয়ুচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষা সচিব মাওলানা উসমান ফয়জী ও হেফাজত ইসলাম হাটহাজারী শাখার সাংগঠনিক সম্পাদক, মেখল মাদরাসারর সহকারী দারুল ইকামা মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।
গতকাল শুক্রবার (১০ই আগস্ট) দুপুর ২টায় বাংলাদেশ এ্যায়ার লাইসেন্স এর একটি ফ্লাইটে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
হজ ও ওমরা পালন শেষে আগমী ১৯ শে সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে নিরাপদ সফর ও হজ্জে মকবুল নসিবের জন্য দেশবাসীর কাছে দুয়া চেয়েছেন।