হজ্বে গমনেচ্ছুকগণের খেদমতে কিছু আরজ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০১৯, ১৫:২৩

মাওলানা আব্দুল হাদী বিন জাফর

হজ্ব এমন এক ইবাদত যার সাথে শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থা সরাসরি জড়িত। যে সকল ভাইয়েরা এই বছর হজ্বে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, আজ/এখন থেকেই পূর্ণ প্রস্তুতি শুরু করুন৷ কারণ আগামি ৪ জুলাই ‘১৯ থেকেই হজ্ব ফ্লাইট শুরু হতে যাচ্ছে ইনশা’আল্লহ ৷

প্রস্তুতি হিসেবে যা যা করণীয়:

★ প্রতিদিন কমপক্ষে একাধারে ২০/২৫মিনিট হাঁটার অভ্যাস করুন৷

★ এখন থেকে রাগ দমন করুন এবং নিজ মতের খেলাপ কোন কিছু হলে সবর করুন৷

★ হজ্বের আমলগুলি সহজ হওয়ার জন্য প্রতিদিন আল্লাহ তাআ’লার নিকট দু’আ করতে থাকুন৷

★ সকল হালাল খাদ্য খাওয়ার অভ্যাস করুন৷

★ হজ্বকে সুন্দর ও মাকবুল করার জন্য ফাজায়েল ও মাসায়েলে হজ্ব নির্ভরযোগ্য কিতাব থেকে শিখুন৷

★ নিজের মধ্যে আনুগত্যের সাথে চলার যোগ্যতা তৈরি করুন৷

★ নিজেকে হুকুকুল ইবাদ (মানুষের প্রাপ্য) থেকে মুক্ত করুন৷

★ এক/একাধিক বার হজ্ব পালন করেছেন, এমন কোন আলেমের সাথে হজ্বের বিষয়াদি “মুজাকারা” করুন।

★ আমরা অনেকেই জীবনে মাত্র একবারই হজ্ব করে থাকি, তাই হজ্বের পূর্বেই হজ্বের আহকাম ও আরকানগুলি (ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলি) ভালোভাবে নির্ভরযোগ্য উলামায়ে কেরাম থেকে শিখে নেয়া উচিৎ৷ কেননা হজ্বের অনেক মুয়াল্লিমদের মধ্যে দ্বীনদারী না থাকার কারণে হাজীদের হজ্বের ফরজ, ওয়াজিব ও সুন্নাতগুলি ঠিকমত আদায় হচ্ছে কি না এই ব্যাপারে একেবারেই উদাস থাকেন।
বরং বিভ্রান্তিকর মাসআলা বলে হাজীদেরকে বিপদে ফেলে দেন৷ যেমন ধরুন, দম ওয়াজিব না হলেও আপনাকে বলবে দম দিতে হবে৷ অথবা হজ্বের এমন কোন হুকুম যা পালন করতে কষ্ট হয়, সে ক্ষেত্রে কষ্ট কমানোর জন্য উল্টা-পাল্টা মাসআলা বয়ান করে হাজী সাহেবগণের হজ্বকে বরবাদ করে দেন।

সূতরাং হজ্বে যাওয়ার পূর্বেই হজ্বের মাসায়েলগুলো ভালভাবে শিখে নেয়ার কোন বিকল্প নেই৷

আল্লাহ পাক সবাইকে হজ্বে মাবরুর নসীব ফরমান, আমাদের বারবার তাঁর ঘর জিয়ারতের তাওফীক দান করুন ৷ আমীন।