স্বেচ্ছায় লকডাউনে টাঙ্গাইলের অলোয়া তারিনী  গ্রাম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৭ ২০২০, ১৮:৫০

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি:

করোনা ভাইরাস এর কারণে, অলোয়া তারিনী পুরো গ্রাম সেচ্ছায় লক ডাউন করা হয়েছ। এতে মানুষ যেন ঘরের বাহিরে না যেতে পারে। বহিরাগত কোন লোক যেন প্রবেশ না করতে পারে সে ব্যাপারে লক্ষ্য রাখা হচ্ছে ।

নিজে সুস্থ থাকুন এবং অন্যকে ও এ বিষয়ে সচেতন থাকতে বলা হচ্ছে। লক ডাউন করা হয়েছে সকলের ভালোর জন্য বলে জানান। আফাজ মন্ডল আরো জানান আমরা গ্রামের কিছু লোক জন মিলে সেচ্ছায় লক ডাউন এর উদ্যোগ নিয়েছি।

এতে গ্রামে অন্য কোন লোক প্রবেশ করতে পারবে না এবং গ্রামের সব লোক সুস্থ থাকবে এ সচেতন হবে বলে আমি আশা করি। গ্রামে করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সতর্ক করা হচ্ছে।