স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে বৃহত্তর ফরিদপুর’ -এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২০ ২০২০, ০০:০৫

“আমি হব রক্তদাতা, জয় করব মানবতা” এই শ্লোগান নিয়ে “রক্তদানে বৃহত্তর ফরিদপুর” সংগঠন (রাজবাড়ী টিম) এর স্বেচ্ছাসেবীদের উদ্যোগে আজ রবিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শহরের ১ নং রেলগেট এলাকায় প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

স্বেচ্ছায় রক্তদাতা তৈরীর লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কিছু মানবতাপ্রেমী তরুণ যুবক যুবতীগণ। আর তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় ফ্রী রক্তের গ্রুপিং করেন তারা।

রক্তদানে বৃহত্তর ফরিদপুর, রাজবাড়ী টিমের আহ্বায়ক স্মৃতি ইসলাম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা রাজবাড়ী শহরের ১ নং রেল গেটে দিনভর তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করি।

তিনি আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। এই কাজে রক্তদানের উপযুক্ত সকলকেই রক্তদানের আহ্বান করেন।

উক্ত ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিংকে সফলভাবে সম্পন্ন করার লক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন রক্তদানে বৃহত্তর ফরিদপুর এর রাজবাড়ী টিমের সদস্য সচিব নাছির শেখ, কোষাধ্যক্ষ পাভেল রহমান, সদস্য মিলন, আরিফ, সাকিব, জুয়েল, রাজিব, রাশেদ প্রমুখ।

ক্যাম্পেইনের কিছু খন্ডচিত্র-