স্বাস্থ্যবিধি মেনেই ঈদুল ফিতরের নামাজ মসজিদে আদায় করার নির্দেশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৪ ২০২০, ১৩:৫১

নিজস্ব প্রতিবেদক,  মাহফুজুর রহমান;

চলতি বছরে করোনা নামক ভাইরাসের কারণে নির্দিষ্ট দিনের জন্য মসজিদে ৫-১০ জনের চেয়ে বেশি একসাথে জামাত আদায় করতে নিষেধ করেছে স্বাস্থ্যরক্ষা কর্তৃপক্ষ।

আগামীকাল ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে উপসচিব ( প্রশাসন) মোঃ সাখাওয়াত হোসেন ঘোষণা বলেন, শরীয়ত মতে খোলা জায়গা বা ঈদগাহে নামাজ আদায় করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা জীবননাশ হওয়ার আশংকায় এবার তা থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। পাশ্ববর্তী মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করার ঘোষণা দেন তিনি। উপসচিব আরো জানান, প্রয়োজনে একাধিক বার জামাত আদায়ের মাধ্যমে ঈদের নামাজ সফলভাবে অনুষ্ঠিত হবে।

উপসচিব মোঃ সাখাওয়াত হোসেন আরো বলেন, প্রতিটি মানুষকেই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তার পাশাপাশি প্রত্যেককে ঘর হতে জায়নামাজ নিয়ে আসার কথাও বলেন তিনি। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি কিংবা হাত মেলানো থেকে বিরত থাকতে জোর দাবি জানিয়েছেন উপসচিব মোঃ সাখাওয়াত হোসেন।

সর্বশেষ তিনি বলেন, উক্ত নিয়মকানুন না মানলে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।