স্বাস্থ্যবিধি না মানায় গোলাপগঞ্জে ২৪ জনকে জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১১ ২০২০, ১৭:৪৩

গোলাপগঞ্জ প্রতিনিধি:

সিলেটের গোলাপগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ২৪ জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মামুনুর রহমান জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় সিএনজি চালক, ট্রাক চালক, মোটরসাইকেল আরোহণী ও বিভিন্ন শ্রেণীর মানুষ মাস্ক নাও পরায় ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় ২৪ জনকে (দন্ডবিধি ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক) প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।