স্বাধীনতা দিবসে ইশা ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলার আলোচনা সভা ও দোয়া মাহফিল

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ১৩:১৮

ইমাম হোসাইন কুতুবী, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

আজ ২৬শে মার্চ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে জেলা সভাপতি মুহাম্মাদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইমাম হোসাইন এর সঞ্চালনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তরা বলেন, স্বাধীন দেশের নাগরিক হয়েও আজ আমরা পরাধীন। তিনি বলেন, যে দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার নেই! স্বাধীনভাবে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা নেই, সেই দেশের নাগরিকেরা কতটুকু স্বাধীন তা ভাবার সময় এসেছে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরাম রাঙ্গামাটি জেলা আহবায়ক মাওলানা আবুল হাসেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা সেক্রেটারী মাওলানা নুর হোসেন,ইশা ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সাবেক সভাপতি আবু তৈয়ব সহ জেলা নেতৃবৃন্দ