স্বাধীনতার ইতিহাস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ০৫:১৯

রাকিব আল হাসান

বঙ্গ জাতি বীরের জাতি
নয়তো কোন দাস,
রক্তে কেনা বাংলা তাদের
জয়ের ইতিহাস।

বাংলা ছিল সবুজ শ্যামল
ফসল ভরা দেশ,
সবই তারা যেতো নিয়ে
করত যুলুম বেশ।

বঙ্গবন্ধুর ভাষণ ছিলো
সবার তরে তাই,
উঠবো জেগে নতুন করে
আমরা সবে ভাই।

বঙ্গজাতী জাগলো যেদিন
তাদের দাবি নিয়ে,
শোধটা তারা চাইলো নিতে
পাকবাহিনী দিয়ে।

গভীর রাতে পাকবাহিনী
ঢুকলো দলে দলে,
শহিদ জিয়া ভাষণ দিলেন
স্বাধীন বাংলা বলে।

সেই ভাষণে উজ্জীবিত
দেশের জনগণ,
অস্ত্র হাতে নিলো সবে
নামলো রণাঙ্গন।