স্বস্তিতে বাড়ি ফিরতে শুরু করেছেন সৌদি প্রবাসীরা
একুশে জার্নাল
অক্টোবর ০৪ ২০২০, ২০:১৫
স্টাফ করেসপন্ডেন্ট: স্বাভাবিক হচ্ছে রাজধানীর হোটেল সোনারগাঁও এলাকা। ধীরে ধীরে বাড়ি ফিরছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (০৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলের ভেতর অনেকটা ফাঁকা হয়ে যায়। বিক্ষুব্ধ প্রবাসীরা ফরম জমা দিয়ে স্থান ত্যাগ করতে শুরু করেন।
এর আগে রোববার সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন নিতে আসা প্রবাসীদের ঢলে সোনারগাঁও হোটেলের বাউন্ডারির গেট ভেঙে যায়। হোটেলের ভেতরের খালি জায়গায় জনস্রোত নামে।
কানায় কানায় পূর্ণ হয়ে যায় খালি জায়গা। বিক্ষোভ-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সোনারগাঁও হোটেল।
একপর্যায়ে প্রবাসীদের ঢলে হোটেল অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ করে দেওয়া হয় হোটেলে প্রবেশের মেইন ফটক। অবস্থান নেয় বিপুল পরিমাণ পুলিশ।
একপর্যায়ে সৌদি এয়ারলাইন্স ও পুলিশ প্রশাসন জানায়, তাদের ফরম দেওয়া হবে। সেই ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। সেখানে ভিসার মেয়াদ, পাসপোর্ট ও মোবাইল নম্বর লিখে দিতে বলা হয়। সেই ফরম যাচাই-বাছাই শেষে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে, তারা আগে টিকিট পাবেন বলে জানানো হয়।
পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তখন জানানো হয়, সবাইকে মেসেজ দিয়ে টিকিট দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ জানান, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। প্রবাসীরা বাড়ি ফিরে যাচ্ছেন।
গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স জানায়, ০৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। ওই দিন ৪৫০ জনকে টোকেন দেওয়া হবে বলেও জানায় সংস্থাটি। কিন্তু সেটা উপেক্ষা করে রোববার প্রবাসীদের ঢল নামে।